‘নো মেকআপ লুক’ ট্রেন্ডে আলোচনায় তারকারা
‘নো মেকআপ লুক’ ট্রেন্ডে আলোচনায় তারক
‘নো মেকআপ লুক’ ট্রেন্ডে আলোচনায় তারকারা
কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কোনোরকম মেকআপ ছাড়াই হুটহাট নিজেদের মেলে ধরছেন দেশের তারকারা। অর্থাৎ, নিজেদের এই ‘নো মেকআপ লুক’ দেখাতে যেন কোনো রাখঢাকই নেই তাদের। সম্প্রতি অভিনেত্রী বাঁধনের একটি নো মেকআপ লুক ভাইরাল হয়। যা ভক্তমহলে বেশ আলোচনা ও প্রশংসা কুড়ায়। তবে শুধু বাঁধনই নয়, একই ধারায় পা বাড়িয়েছেন অভিনেত্রী রুনা খান, আশনা হক ভাবনা, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।
Nice
ReplyDelete