শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন’ মাস কয়েক আগে শাকিব খানের সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে বেশ আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত। সে সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘লাভ লাভ’। এরপরই নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড়, দুইয়ে দুইয়ে চারও মেলান অনেকে। কিন্তু এখানেই থেমে থাকেনি। মিষ্টি জান্নাত ও শাকিবের রসায়ন নিয়ে মুখে কুলুপ আঁটেন নায়িকা। এরপর শোনা যায়, শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন; যাকে এই মিষ্টি জান্নাতের স্টান্টবাজি হিসেবে অভিহিত করেন শাকিব ভক্তরা।
‘ নো মেকআপ লুক’ ট্রেন্ডে আলোচনায় তারক ‘নো মেকআপ লুক’ ট্রেন্ডে আলোচনায় তারকারা কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কোনোরকম মেকআপ ছাড়াই হুটহাট নিজেদের মেলে ধরছেন দেশের তারকারা। অর্থাৎ, নিজেদের এই ‘নো মেকআপ লুক’ দেখাতে যেন কোনো রাখঢাকই নেই তাদের। সম্প্রতি অভিনেত্রী বাঁধনের একটি নো মেকআপ লুক ভাইরাল হয়। যা ভক্তমহলে বেশ আলোচনা ও প্রশংসা কুড়ায়। তবে শুধু বাঁধনই নয়, একই ধারায় পা বাড়িয়েছেন অভিনেত্রী রুনা খান, আশনা হক ভাবনা, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।
Comments
Post a Comment