শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন’
শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন’
মাস কয়েক আগে শাকিব খানের সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে বেশ আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত। সে সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘লাভ লাভ’। এরপরই নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড়, দুইয়ে দুইয়ে চারও মেলান অনেকে।
কিন্তু এখানেই থেমে থাকেনি। মিষ্টি জান্নাত ও শাকিবের রসায়ন নিয়ে মুখে কুলুপ আঁটেন নায়িকা। এরপর শোনা যায়, শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন; যাকে এই মিষ্টি জান্নাতের স্টান্টবাজি হিসেবে অভিহিত করেন শাকিব ভক্তরা।
Comments
Post a Comment